উপকরণ : দুধের ছানা, পরিশোধিত সাদা চিনি, ময়দা,মসলা।
ওজন : ১ কেজি (প্রায় ২৪ পিছ ব্ল্যাক ল্যাংচা
পাওয়া যায়)
সংরক্ষণ : ফ্রিজে সংরক্ষণ করুন।
ব্ল্যাক ল্যাংচা কালচে বাদামী রঙের এক ধরনের রসের মিষ্টি গঠন ও স্বাদে এটি অনন্য। টাটকা ছানা, ক্রিম, মল্টেড দুধ, এলাচ, চিনির সিরা দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। হালকা মিষ্টি, নরম এবং সুগন্ধী পাতার র্নিযাসের সংমিশ্রণে তৈরি অমৃতের মতো স্বাদযুক্ত ব্ল্যাক ল্যাংচা মিষ্টি।